Poems

বিভ্রম

ঘন অন্ধকার শ্রাবনের বন্ধ্যা দুপুরের সাথে যেতে

আমি দেখেছি হে ভ্রম তোমাকে

যেতে যেতে তুমি কোথায় হরিয়ে গেলে

আমি বিকেল সন্ধ্যা রাত

রাত তামাদি করে অঝোর বৃষ্টির ভোরে

আকাশ থেকে পেরে এনেছি মেঘরঙ

আমি খুঁজেছি তোমাকে